শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অনেক নারীর একস্তন বড় হয় এবং অন্য স্তন তুলনামূলকভাবে ছোট হয়। এটি সবসময়ই অপেক্ষাকৃত মোটা নারীদের হয়। শরীর মেদের অবস্থান যখন সঠিকভাবে রাখতে পারেনা তখনই এমনটা ঘটে থাকে। তাই এমন নারীদের মেদ কমানো একান্তভাবে প্রয়োজন। এছাড়াও দীর্ঘদিন এককাত হয়ে ঘুমোলে সেই পাশের স্তনে মেদ ও শাল জমে বড় হয়। তাই এককাত হয়ে ঘুমানো পরিহার করা উচিত। ---ডাঃ কল্পনা সাহা, গাইনোকলজিস্ট বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান, নর্দান (প্রাঃ) মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ