A Unit হচ্ছে সায়েন্স গ্রুপদের ছাত্র ছাত্রীদের জন্য, B Unit হচ্ছে মানবিক গ্রুপের জন্য, আর C unit হচ্ছে ব্যবসায় শিক্ষা গ্রুপের জন্য। স্বাভাবিকভাবেই দেখা যায়,ছাত্র-ছাত্রীদের রেজাল্টের মধ্যে তুলনামূলক সায়েন্স গ্রুপের রেজাল্টই সবচেয়ে ভালো হয়,তারপর ব্যবসায় শিক্ষার,তারপর মানবিকের। এ বিচারে, বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ মোট পয়েন্টের মানের তারতম্য করে থাকেন।

Talk Doctor Online in Bissoy App
Call
মূলত বিভিন্ন বিভাগ অনুযায়ী এই A/B/C এইসব ইউনিট ভাগ করা । তাছাড়া বিজ্ঞান/ ব্যবসায়  / মানবিক / আইন/ চারুকলা   এইসব  বিভিন্ন বিষয় নিয়ে ইউনিট গুলো সাজানো বিজ্ঞান এর বেলায় পয়েন্ট একটু বেশি ব্যবসায় এর বেলায় একটু কম মানুবিক এর বেলায় আরেক্তু কম । এই হল  পার্থক্য । । 
Talk Doctor Online in Bissoy App