আমি যখন গ্রামে ছিলাম,ঢাকায় অনার্স পড়ার খুব ইচ্চে হয়।তাই অনকে চেষ্টার পর ঢাকার জেলার মধ্যে শেষ রিলিজ স্লিপ এ চান্স পায়।কিন্তু কলেজটা ঢাকার বাহিরে কেরাণীগন্জ হওয়ায় আমার ভালো লাগেনা।তাই শহরে থেকেও আমার কোন বন্ধু নেই।আমি ঢাকা মোহাম্মদপুর থাকি।ঐ কলেজে একবছর পার হয়ে গেল,এখন আমি চাই ঐ কলেজে পড়ার পাশাপাশি ঢাকা শহরের মধ্যে কোথাও বা ডিগ্রীতে ভর্তি হতে বা সরকারি কোন প্রতিষ্ঠান এ ভর্তি হতে পারব ?দয়া করে উত্তরটা দিবেন,কোনটা করতে পারবো??
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি সরকারি তিতুমির কলেজে প্রাইভেট ডিগ্রিতে

ভর্তি হয়ে যান। কিছুদিন পরেই ভর্তি কার্যক্রম চালু হবে।

তাই সরাসরি সরকারি তিতুমির কলেজে ডিগ্রি পাশ

তথ্য কেন্দ্রে যোগাযোগ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ