mohoshin

Call

আগেই বলে রাখি এখন আর সরকারি পলিটেকনিকে ভর্তি হবার সুজোক নাই।সময় শেষ,হতে হলে আপনাকে আগামি বছর চেস্টা করতে হবে। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। সরকারি পলিটেকনিকে ভর্তি হবার জন্য ৩.৫০ হলেই ফরম পূরন করার সূজক পাই,আর আপনার ডিপারটমেন্ট এর উপারে আনেকটাই নির্ভর করবে আপনি চান্স পাবেন কি না।আপনি যদি নরমাল যেমন টেকনোলজিতে চয়েস দেন তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেডে যাই আর যদি ভাল ডিপারটমেন্ট যেমন সিভিল ইলেকট্রিক্যাল চয়েস দেন তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাই।তবে কেও সিওর ভাবে বলতে পারে না।যে একজন কত পয়েন্ট হলে ঐটাতেই চান্স পেতে পারে। ৫.০০ হলে কিছুটা সিওর হওয়া যাই।আনেক সময় ৪.৮০ হলেও চান্স পাইনা।এটা আপনার চয়েস এর উপারে ডিপেন্ড করবে।এই নিয়মটা সকল সরকারি পলিটেকনিকের জন্য প্রজোয্য।তবে কিছু কিছু ব্যাতিক্রম।তাই আপনি এখন থেকে চেস্টা থাকলে আশা করা যাই হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ