html, css দিয়ে ডাউনলোড, ফোরাম সাইট বানিয়ে. in ডোমেইন নিয়ে আয় করতে চাই সে জন্য কি hosting নিবো যাতে html, css বানাতে পারব
Share with your friends
Unknown

Call

শুরুর দিকে মোটামুটি ১ জিবি স্টোরেজ আর ১০/২০ জিবি ব্যান্ডউইথ বিশিষ্ট একটি সাইট নিলেই যথেষ্ট। পরে প্রয়োজনবোধে আপগ্রেড করে নিতে পারবেন। যেহেতু ফোরাম সাইট বানাবেন তাই ডাটাবেজ আবশ্যক।

শুধু HTML, CSS দিয়ে ফোরাম সাইট তৈরি করা যায়না। এগুলো শুধু ডিজাইনের কাজে ব্যবহৃত হয়। ফোরাম সাইটের জন্য HTML, CSS এর পাশাপাশি PHP/ASP, Java, C/C++ ইত্যাদি ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে।

Talk Doctor Online in Bissoy App