শেয়ার করুন বন্ধুর সাথে

বই পড়া সম্নধ্যে বক্তব্যটি নিম্নে দেওয়া হলো. বই হলো মানবজিবনের অন্যতম মাধ্যম.শিক্ষাই জাতির মেরুদন্ড.আর এই শিক্ষা অর্জন করতে হলে আমাদের যেটা অতিপ্রয়োজনিয় সেটা হলো বই.বই হলো একটী শিক্ষিত জাতি গড়ার অন্যতম মাধ্যম.তাই আমাদের সকলের মহামূল্যবান হলো বই.বই পড়া একজন মানুষকে যেমনি শিক্ষিত করে তুলে তেমনি সেই মানুষটির মধ্যে বিবেক,মনুষত্যবোধ,মূল্যবোধেরো সৃষ্টি করে.যার ফলে আমরা একজন সুনাগরিক,প্রকৃত মানুষ হতে পারি.পৃথিবিতে যত মহামানব এসেছেন তারা সকলেই বইকে ভালোবেসে পড়ে নানা অমর কিত্যি গড়েছেন.বই ছাড়া কোনো জাতি শিক্ষিত হতে পারবেনা.আর যদি জাতি শিক্ষিত না হয় তাহলে সে দেশ কখনো উন্নতি সাধন করতে পারবেনা.তাই প্রত্যেকের নিকট বইয়ের গুরুত্ব অপরসিম.আসুন আমরা সবাই বই পড়ি,বই তুলে দেই সবার হাতে.আর সৃষ্টির নতুন অধ্যায় সূচনা করি.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ