শেয়ার করুন বন্ধুর সাথে

প্রাণিবিদ্যাবিষয়ক নামকরণের ক্ষেত্রে, ত্রিপদী নাম (ইংরেজি ভাষায়: trinomen ট্রাইনোমেন ) বুঝায় একটি উপপ্রজাতির নামকে, উদাহরণস্বরূপ: Homo sapiens sapiens (হোমো সেপিয়েন্স সেপিয়েন্স) (মানুষ বা হোমো সেপিয়েন্সের একমাত্র জীবিত উপপ্রজাতি: দেহতত্ত্বগতভাবে আধুনিক মানব)। ত্রিপদী নাম তিনটি নাম দ্বারা গঠিত: গুণবাচক নাম, প্রজাতিগত নাম এবং উপপ্রজাতিগত নাম। প্রথম দুই নাম দ্বারা দ্বিপদী নাম গঠিত হয়। তিনটি নামই ইটালিক অক্ষরে এবং শুধু গুণবাচক নামের প্রথম বর্ণ বড় অক্ষরে লেখা হয়। তথ্যসূত্র: https://bn.m.wikipedia.org/wiki/ত্রিপদী_নাম

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ