Call

ভাই,, আসলে মুসলিমদের কোনও জাত নেই । আপনার প্রশ্নের উদাহরণ দুইভাবে বিশ্লষণ করা চলে অথচ আপনি তা একাকার করে ফেলেছেন । যেমন শিয়া-সুন্নি যা আকিদাগত বিষয়: সুন্নি বলতে সুন্নাহ অনুযায়ী দল বা আহলে সুন্নাত ওয়াল জামায়াত । এদেরকে মুসলমান হিসেবে ধরা হয় । শিয়াদের তাদের আকিদাগত কারণে মুসলিম হিসেবে গণ্য করা হয় না । শিয়া, যাবরিয়া, খারেজি ইত্যাদি হিসেবে যদি আপনি মুসলিম দের জাত কত টি প্রশ্ন করেন ! তাহলে বলা চলে এগুলোকে মুসলিমের জাত বলে না । এগুলো মুসলিমদের মধ্যে গণ্য নয় । মেশকাত শরীফে এরকম 72 টি দলের কথা উল্লেখ আছে যাদের আকিদা প্রমাণ করে তারা মুসলিম নয় । আরেকটি রোহিঙ্গা বিষয়: এটিও মুসলিমদের কোনও জাত বা শ্রেণী নয় । পাঙন, রোহিঙ্গা এগুলো জায়গা ভেদে নৃতাত্ত্বিক গোষ্ঠী । তারা মুসলমান কিন্তু তাদের বিশেষ জায়গা বা নৃতাত্ত্বিকতা বোঝাতে তাদের ঐ নামটি উল্লেখ করা হয় । আসলে এরা কোনও বিশেষ মুসলিম শ্রেণী বা জাত নয় । সর্বোপরি, মুসলিমদের জাত বা জাতীয়তা একটিই । বিশেষ জায়গা, সামাজিক শ্রেণী, ভাষা, দেশ, নৃতাত্ত্বিকতা ইত্যাদি হিসাবে বিশেষ নাম থাকতে পারে কিন্তু তা ধর্ম কেন্দ্রিক নাম বা জাত নয় । "কুল্লু মুসলিমুন ইখওয়ান"

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ