গতকাল রাতে বাংলাদেশির এক যাত্রীর কাছে আমার

বড় ভাই উমান থেকে একটি 'ভিসা' এবং দুটি স্যামসাম মোবাইল ও একটি হাত ঘরি পাঠায়, তিনি ঐজিনিসগুলো ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে

আমাদের এক লোকের কাছে দিয়ে দিবেন।

আমাদের লোকের নাম্বারও ঐলোকের কাছে দিয়ে

দিছে উনি এসেই কল দিবেন,কিন্তু কলও দেয়নাই এবং

জিনিসগুলোও দেয়নি। 

এখন ঐভিসাটা আবার কোনো সিস্টেমে উমানের

ভিসা অফিস থেকে তুলতে  পারবে কি?

অথবা অন্য কোন সিস্টেমে তুলতে পারবে?


শেয়ার করুন বন্ধুর সাথে

ভিসা তুলতে পারবেন এটা কোনো সমস্যা না, কিন্তূ যার কাছে দিয়েছে তার বাড়ি বা পরিচিত কে না হলে জিনিস গুলো দেয়া টিক হয় নাই যার কাছ থেকে ভিসা নিয়েছে তার সাথে যোগাযোগ করতে বলেন আবার ভিসা উটা দিতে পারবে ২০ রেল খরছ পরবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ