শেয়ার করুন বন্ধুর সাথে

সাধারণত ব্যবসায়ী, চাকরিজীবী বা অন্য পেশাজীবী, যাঁদের আয় আছে এবং বৈধ টিন (ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর) আছে, তাঁরা ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারেন | ব্যাঙ্ক ভেদে চাকুরিজীবিদের ক্ষেত্রে সর্বনিন্ম মাসিক বেতন ১৫০০০ টাকা আর ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসিক আয় ২০০০০ টাকা হতে হবে | কার্ড লিমিট সাধারণত মাসিক টেকহোম সেলারির ২ থেকে ৩ গুন | বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ক্রেডিট কার্ড পেতে হলে আপনার অবশ্যই একটা বৈধ টিন থাকতে হবে | কাগজপত্র যা যা লাগবে - ১) চাকুরিজীবিদের ক্ষেত্রে সেলারি সার্টিফিকেট ২) সেলারি একাউন্ট এর ৬ মাসের বিবরণী (স্টেটমেন্ট) ৩) ২ কপি ছবি ৪) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি ৫) বৈধ টিন ৬) অফিস আইডি কার্ড এর কপি | ব্যবসায়ীদের ক্ষেত্রে - ১) একাউন্ট এর ১২ মাসের বিবরণী ২) ট্রেড লইসেন্স এর কপি ৩) ২ কপি ছবি ৪) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি ৫) বৈধ টিন ৬) ব্যবসায়ীক সনদপত্র | আবেদন করার জন্য যে ব্যাঙ্ক এ করতে চাচ্ছেন তাতে যোগাযোগ করলেই হবে | ব্যাঙ্কটির ওয়েবসাইট থেকে দেখে নিন | পরবর্তী পদক্ষেপ তারাই নিবে | কিছু কিছু ব্যাঙ্ক যেমন Standard Chartered Bank এ অনলাইন এ ও আবেদন করা যায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ