Call

মেয়েটি আপনাকে ভালোবাসে কী না সেটা মেয়ে টাই বলতে

পারবে কারন কারো মনের কথা জানা ততো খন সম্ভব নয় 

যতো খন সে তার মনের কথা না বলে

এমন ও তো হতে পারে মেয়েটি আপনাকে তার খুব ভালো

বন্ধু ভাবে তাই আপনার সব কথা সে শোনে।

মেয়েটির বি.এফ বিদেশে থাকে

তাই বলে আপনার এটা ভাবা ভুল সে আপনার সব কথা

শোনে,বিপদে পড়ে আপনার কাছে আসে বলেই সে আপনাকে

ভালোবাসে বা বাসতে পারে এটা  ভাবা ভুল

মেয়েটি হয়তো আপনাকে তার খুব ভালো বন্ধু ভাবে

তাই সে সব কিছু আপনার সাথে সেয়ার করে 

Talk Doctor Online in Bissoy App

মেয়েটি আপনার কাছে আসে এটা আপনার জন্য সৌভাগ্যর

বিষয় এবং মেয়েটির জন্য একটা মহৎ গুণ।

প্রেম-ভালোবাসা ক্ষেত্রে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে অনেক

সময় অনেক কলা-কোহল হয়ে থাকে। এতে করে মানুষ

অনেক বিষন্নতা ভোগ করে। আর এবিষন্নতা থেকে মুক্ত 

হয়ে সামান্যা খানি সস্তি পাওয়ার জন্য মানুষ অন্যের কাছে 

গিয়ে নিজের অবস্থা বর্ণনা করে এবং সুপরামর্শ কামনা করে।

হতে পারে মেয়েটিও তাই করেছে।

অতএবঃ আপনি মনে করবেন না মেয়েটি আপনার প্রতি

দুর্বল কিংবা মেয়েটির সরলতার সুযোগ নিয়ে মেয়েটিকে

কুপরামর্শ দিবেন না।

Talk Doctor Online in Bissoy App
Call

না,এটা অন্য কেউ বলতে পারবে না।আপনাকেই বুঝতে হবে।তারসাথে আপনার সম্পর্ক কেমন,সেটার উপর নির্ভর করবে আপনাকে ভালোবাসে কিনা? হয়ত সে আপনাকে ভালো বন্ধুভাবে।যাইহোক মেয়েটার সাথে আপনার বন্ধুর মতই থাকা উচিত,যেহেতু তার bf আছে।

Talk Doctor Online in Bissoy App