শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রোটন নিউটন ও ইলেক্ট্রন এগুলো হলো পরমাণুর স্থায়ী মূল কণিকা। পরমানু কি?? পরমাণুুঃ- পৃথিবীতে অসংখ্য মৌলিক ও যৌগিক পদার্থ রয়েছে। এসকল পদার্থ অতি সূক্ষ্ম সূক্ষ্ম কণার সমন্বয়ে গঠিত। আর এই সূক্ষ্ম সূক্ষ্ম কণা সমুহ কে পরমাণু বলে। আবার যদি ঐ সূক্ষ্ম পরমাণু কে ভাঙ্গা হয়, তবে আরো সূক্ষ্ম মূল কণিকা পাওয়া যায়। এসকল মূল কণিকাকে আর ভাঙ্গা যায় না। এসকল মূল কণিকাকে দুই ভাগে ভাগ করা যায়। ১) স্থায়ী মূল কনিকা। ২) অস্থায়ী মূল কণিকা। আর স্থায়ী মূল কণিকাই হলো প্রোটন নিউটন ও ইলেক্ট্রন। অস্থায়ী মূল কণিকা গুলো হলোঃ পজিট্রন, নিউট্রিনো, এন্টি-নিউট্রিনো এবং মেসন। পরমাণুর অভ্যন্তরে স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা ছাড়াও আরো এক প্রকার মূল কণিকা রয়েছে। একে কম্পোজিট কণিকা বলা হয়। এই প্রকার কণিকা দুইটি। ১) ডিউটেরন ও ২) আলফা কণা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ