আমি একটি নতুন ল্যাপটপ কিনব। 

আপনাদের সকলের সাহায্য কামনা করতেছি আশা করি আপনারা আমাকে ভালো কিছু পরার্মশ দিবেন।

আমি ৬০,০০০ হাজার টাকার মধ্যে কিনতে চাই।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি dell কোম্পানির এই মডেল টি দেখতে পারেন, ভাল হবে,মূল্য ৫৬০০০ হাজার টাকা।

Dell Inspiron N5567 7th Gen Core i5

DELL INSPIRON N5567 7TH GEN CORE I5

image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমার মতে আপনি যদি আপনার এই রেটে ভালো ল্যাপটপ কিনতে চান তবে আপনি এইচপি বা ডেলের ল্যাপটপ কিনতে পারেন ।তবে এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডের ল্যাপটপ কেনার আগে গ্যারান্টি বেশি আছে কিনা তা মাথায় রাখুন ।কারণ এই গ্রাফিক্স কার্ডের ল্যাপটপ প্রায়ই সমস্যা করে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার বাজেট বেসী,তা দিয়ে আপনি HP এর Corei5 এর laptop নিতে পারেন,অনেক বালো হবে। আমি  corei3 ব্যবহার করি,অনেক ভালো HP  Laptop।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ