স্টার জলসা,জি বাংলা এই জাতীয় চ্যানেল  গুলাতে

অনকে রকমম নাটক হয় সে গুলা দেখা কী হারাম.??

বাংলা,হিন্দি,ছবি গুলা দেখা কী হারাম.????

গান শুনা কী হারাম.???

কোন কোন চ্যানেল  গুলা দেখা হারাম.?????

ডিস্কোভারি,এনুমেল প্লাইনেট চ্যানেল গুলা কী দেখা যাবে

না হারাম.????? 


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আবশ্যই তা গোনাহের কাজ এবং হারাম । আর গোনাহকে গোনাহ না বলা আর এক টি বড় গোনাহ করা। 

এক কথায় উত্তর : সেগুলো খালি চোখে দেখা জায়েজ সেগুলো টেলিভিশনে দেখা যায় অসুবিধা নাই। আর সেগুলো খালি চোখে দেখা হারাম বা নাজায়েজ,  সেগুলো টেলিভিশনে দেখা বা শুনা নাজায়েজ এবং গোনাহের কাজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আগে বুঝতে হবে টিভি দেখা কেন নাজায়েজ,  এর কারন হল

এখানে নারী হলে বেগানা পুরুষ আর পুরুষ হলে বেগানা নারী

দেখা হচ্ছে যা ইসলামে নিষিদ্ধ। এখন এমন কোন চ্যানেল বা

প্রোগ্রাম নেই যাতে এই ব্যাপারটি নেই বা সমস্যাটি নেই। 

এই কথার প্রেক্ষিতে গান, বাজনা , নাটক, ছবি, সিরিয়াল, মুভি

বা এনিমল প্লানেট, ডিসকোভারি যাই বলুন না কেন সবই 

নাজায়েজ বা হারাম। আশাকরি বুঝতে পেরেছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ