Call

হুমায়ূননামা গ্রন্থটি গুলবদন খাতুন আকবরের নির্দেশ মেনে রচনা করেছিলেন। এতে সম্রাট হুমায়ূনের জীবনীর পাশাপাশি আরো কিছু বিষয় ফুটে উঠেছে।  সম্রাট হুমায়ূনের সকল যুদ্ধে জয়-বিজয় যে গ্রন্থটিতে সুন্দরভাবে বর্ণিত আছে তা ইতিহাসবিদদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি রাজনৈতিক প্রতিটি বিষয় গ্রন্থটিতে সুন্দরভাবে বিশ্লেষণ করেছিলেন। এছাড়া গ্রন্থটিতে তৎকালীন সামাজিক রীতিনীতি, প্রথা এবং মুঘল রাজদরবারেত আদব-কায়দার বিশদ বর্ণনা রয়েছে। এতে এক অভিজাত নারীর নিঁখুত রচনার পরিচয় পাওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ