আমার ফেসবুক আইডিটি হ্যাকার দারা আক্রান্ত হয়েছে। অটো ফ্রেন্ড বাড়ছে আমি অন্যের ফলোয়ার হচ্ছি।এসব প্যারাই আছি পাসওয়াড চেন্জ করছি।।।ঠিক হয়ে যাবে কি।।অথবা পূর্ন সমাধান দিন কেও। এক্সপার্ট রা আশাকরি উত্তর দিবেন।
Share with your friends
kaber

Call

ফেসবুক অ্যাকাউন্টকে নিরাপদে রাখার জন্য শক্তি পাসওয়ার্ড ব্যবহার করা উওম। ফেসবুক আইডি রক্ষার জন্য এই লিংক থেকে বিস্তারিত জনে নিন।http://kivabe.com/how-to-save-facebook-account-from-hacker/

Talk Doctor Online in Bissoy App

প্রথমে ফেসবুকের মধ্যে ঢুকে setting>sequrity and login এ ঢুকলেই দেখবেন কোথায়, কে, কখন এই আইডিতে লগইন করেছে। তারপর , use two factor authentication>third party authentication>set now করে দিন। তাহলে পরবর্তীতে আপনার আইডিতে কেউ লগ ইন করলেই আপনার নম্বরে একটা কোড যাবে। এই কোড ছাড়া কেউ লগ ইন করতে পারবেনা।

Talk Doctor Online in Bissoy App

বর্তমানে, ফেইসবুক আইডি হ্যাক করা সহজ না..!!! ফেইসবুক সিকিউরিটি খুবই শক্তিশালী। ★ফেইসবুকে কেও কোন লিংক দিলে প্রবেশ করবেন না। ★ই-মেইল নিরাপদে রাখুন। ★লগ ইন অ্যাপ্রুভাল চালু করুন। তাইলে আপনার ফেবু আইডি শক্তিশালী থাকবে..!!! ****--ThankYou****

Talk Doctor Online in Bissoy App