শেয়ার করুন বন্ধুর সাথে
বিক্রয়কৃত পণ্য ফেরতযোগ্য। এটাই ইসলামী আইন। বিক্রয়কৃত পণ্য ফেরতযোগ্য নয়- এ জাতীয় চিন্তা চেতনা বা এ জাতীয় বাক্য লেখা ও বলা ইসলামী আইন মতে অনুচিৎ। ক্রেতা যদি পণ্যটিকে যথাবস্থায় ফিরিয়ে দেয় তাহলে বিক্রেতার জন্য কর্তব্য হলো পণ্যটিকে সাদরে গ্রহণ করে নেয়া এবং টাকা রিটার্ন দেয়া কিংবা পণ্য পরিবর্তন করে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বিক্রেতা ক্রেতার পণ্যকে ফিরিয়ে নিবে আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিকে ক্ষমা করে দিবেন। সুনানে আবু দাউদ, হাদীস ৩৪৬২ পণ্য ফেরত দেয়া নেয়ার এ প্রক্রিয়াকে ইসলামী আইনের পরিভাষায় ইকালাহ বলা হয়। তবে ইকালাহ করা আবশ্যকীয় কোনো বিধান নয়; বরং উৎসাহমূলক বিধান। ইসলামী আইনে এ ব্যাপারটিতে বিপুল উৎসাহ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ইসলামী আইনে ইকালাকে নতুন ক্রয় বিক্রয় হিসেবে গণ্য করা হয়। তাই এক্ষেত্রে মূল্যের ব্যবধানও স্বীকৃত। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ