আমি আজ ইসলামী ব্যাংকে মুদারাবা সেভিংস একাউন্ট খুলেছি এবং পাঁচশত টাকা একাউন্টে জমা করেছি। চেকবই নেওয়ার ব্যাপারে কথা বলতে ভূলে গেছি শুধু সঞ্চয় বই নিয়ে আসছি। এখন প্রশ্ন হল একাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কি চেক বই এর কথা বলে দিত না কয়েকদিন পর আসতে বলত ? আমি যেহেতু ভূলে গেছি সেহেতু কিছুদিন পরে উক্ত ব্যাংকে গেলে চেকবই এমনিতেই পাওয়া যাবে না আবেদন করতে হবে । কোনটা ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

চেক বই অ্যাকাউন্ট খোলার দিন দেয় না। চেক

বই পাওয়ার জন্যে ব্যাংকে জানিয়ে আসতে হয়

না বা কোনো আবেদন করতে হয় না।

পরবর্তীতে অর্থাৎ প্রথমবার টাকা উঠানোর সময়

হলে তাদেরকে বললে সাথে সাথে চেক বই দিয়ে 

দিবে (দিতে বাধ্য)।

আপনি চেক বই না নিয়ে থাকলে ভবিষ্যৎ এ যখন প্রয়োজন

হবে তখন নিতে পারবেন, কোনো সমস্যা নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ