ভাই  please আপনারা আমাকে একটু হেল্প করেন। আমার মোবাইলে bluetooth ও shareit এ ঠিকমত কাজ করছে না। আমার মোবাইল থেকে bluetooth search দিলে পাশে কারও bluetooth on থাকলে visible time out never করা থাকলেও সার্চ করে পায় না। দুটি মোবাইল একসাথে মিশিয়ে রাখলেও পায় না। আমি অনেক মোবাইল দিয়ে সার্চ করে দেখেছি পায়না। আমার মোবাইল থেকে কাউকে কিছু পাঠালে যায় না। অন্য কারও মোবাইল থেকে সার্চ করলে আমার টা পায় কিন্তু আমার মোবাইলটা খুব কাছে থাকতে হবে ১-২ সেঃমিঃ এর দুরে হলেও পায় না।  মানে ২-৩ আঙ্গুলের চেয়ে বেশি দূরে হলে পায় না। কারও মোবাইল থেকে কিছু send করতে হলেও ১-২ সেঃমিঃ এর ভেতর থাকতে হবে। আর ১০-১৫  কেবির চেয়ে বড় ফাইল আসে না। কয়েক % এসে faield হয়ে যায়। আর shareit এ ফাইল send করতে হলেও ১-২ সেঃমিঃ  এর মদ্ধো থাকতে হয়। এর বেশি দূরে হলে কোন কাজ হয় না। আর স্পীড ১০০ kb - ১ এম্বি পযর্ন্ত সর্বোচ্চ স্পীড পায়। এটা সফটওয়্যারের সমস্যা না। আমার মোবাইলের hotspot  on কর রাখলেও অন্য কারও মোবাইলে সার্চ করে পায় না। সার্চ করে পেতে হলে ১-২ সেঃমিঃ এর মদ্ধো থাকতে হয়। আমার মোবাইলে wifi on করে সার্চ করলে পাশে অন্য কারও মোবাইলে hotspot on করা থাকলে সার্চ করে পায় না। সার্চ করে পেতে হলে ১-২ সেঃমিঃ এর মদ্ধো থাকতে হয়। আমার মোবাইলে আগে এ ধরনের কোন সমস্যা ছিল না। হঠাৎ করে এই সমস্যা হয়েছে । আর আগে shareit এ ৪-৬ এম্বি করে সেকেন্ডে আসত,যেত। আর bluetooth,shareit,hotspot,wifi যত কিছু বললাম তার সবকিছুই ঠিক ছিল হঠাৎ করে এই সমস্যা হয়েছে। আমার মোবাইল Symphony v100। আমার মোবাইলটা রুট করা না। আগেও কখনই রুট করিনি। আমি মোবাইলটা কিনেছি ৪ মাসের কয়েকদিন কম। আমাকে ওয়ারেন্টি দিয়ে সমস্যা সমাধানের কোন কথা বলবেন না কারন আমাদের এখানে ওয়ারেন্টি দ্বারা ঠিক করতে হলে আমার মোবাইলটা ১.৫ - ২ মাসের আগে আর ফিরে পাব না। please কেউ সমাধান জানলে আমাকে হেল্প করেন। আর অবশ্যই বলবেন কত টাকা খরচ হবে। আমি সব ধরনের চেষ্টা করেছি। ফোনটা রেষ্টোর পযর্ন্ত দিয়েছি কোন কাজ হয় না। please কেউ জানলে হেল্প করেন।


Share with your friends
আপনি যেরকম বললেন দেখে মনে হচ্ছে আপনার মোবাইলের হার্ডওয়্যারে সমস্যা। এটার জন্য আপনি আপনার নিকটস্থ Symphony customer care এ দেখান।
Talk Doctor Online in Bissoy App