যেহেতু  ডেল H =E1-E2

                  =ঋণাত্মক মান

সুতরাং,E2>E1হওয়ার কথাকথা,কিন্তু E1>E2 হয় কেন?



Share with your friends

ডেলটা এইচ এর মান ঋণাত্মক নির্দেশ করে যে বিক্রিয়াটি তাপোৎপাদী। অর্থাৎ বিক্রিয়ার সময় তাপ উৎপন্ন হয়। এজন্য মান ঋণাত্মক হয়। অপরদিকে ডেলটা এইচ এর মান ধনাত্মক হয় তবে তা তাপহারী বিক্রিয়াকে নির্দেশ করবে। অর্থাৎ বিক্রিয়ার সময় তাপ শোষিত হয়। অর্থাৎ বিক্রিয়ক  গুলো বিক্রিয়া করার সময় তাপ শোষিত হয়ে যায়। এজন্য বন্ধন ভাঙার জন্য বিক্রিয়কের  প্রয়োজনীয় শক্তি (এইচ ওয়ান) ও বন্ধন গড়ার জন্য উৎপাদের গৃহীত শক্তি (এইচ টু) এর মানের পার্থক্য কখনো ধনাত্মক আবার কখনো ঋণাত্মক হয়।

Talk Doctor Online in Bissoy App