mahmud505

Call

বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ+ পাওয়াটা একটু কষ্টের।

মানে খুব পরিশ্রম করতে হবে সেটা বুজতেই পারছেন।আপনাকে অবশ্যই

এখন থেকে নিয়মিত পড়াশোনা করতে হবে।রুটিন সাজানোটা আপনার উপর নির্ভর করবে। কেননা আপনি  কোন সময় স্কুলে যান, কোন সময় প্রাইভেট পড়েন ,কখন খেলা করেন। এইসব মিলিয়ে আপনি নিজে নিজেই একটা রুটিন তৈরি করতে পারেন।আর আপনাকে অবশ্যই নিয়মিত প্রায় ১২-১৪ ঘন্টা পড়তে হবে।আর আপনি শুধু একাডেমিক ই পড়বেন না।এর পাশাপাশি এডমিশন এর জন্যও পরবেন।

Talk Doctor Online in Bissoy App
tusarmia80

Call

পরিক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অব্যশই দৈনিক ১০-১২ ঘন্টা লেখাপড়া করা উচিৎ। আপনি যতক্ষনেই পরেন না কেন খুব মনোযোগ সহকারে পড়বেন। আর পড়ার মাঝে ১ঘন্টা পর পর ৫মিনিটের জন্য বিরতি নিবেন। এটা খুবই জরুরি। আর আপনি আপনার রুটিনটা নিজেই বানিয়ে নিবেন।

Talk Doctor Online in Bissoy App