বউ  এর পিরিওডের ৬ষ্ট দিন ছিলো।সেক্স করিনি, কিন্তু যোনীর সাথে পেনিস অল্প ঘষেছি,তখন বীর্যের আগের তরল রস লেগেছে কিনা জানিনা, তাই পরদিন নরপিল খায়।গত  পিরিওডের ৬ দিন আগে নরপিল খায়, পিরিওড নরমালি হয়, এখন  এই মাসের ৫ দিন পার হয়ে গেছে তার পিরিওড হচ্ছেনা।সকালে মাঝে মাঝে বমি বমি লাগে নাকি। আমরা এখন বাচ্চা চাইনা, কোন স্টেপ নিতে পারি?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার স্ত্রীর যদি নিয়মিত মাসিক হয় তাহলে প্রথম সেক্সটা নিরাপদ সময়েই করেছিলেন কামরস ভিতরে গেলেও পিল সেবনের প্রয়োজন ছিলনা।যাইহোক আপনার স্ত্রী পিল সেবন করেছেন ঐ ঝামেলা ওখানেই শেষ।শারীরিক দূর্বলতা,আয়রনের অভাব,বিভিন্ন ঔষধ সেবনের কারনেও মাসিক দেরীতে হতে পারে এতে চিন্তার কিছু নেই।আর বমি বমি লাগার অন্য কারনও তো থাকতে পারে।অপেক্ষা করে দেখুন মাসিক হয় কিনা।মাসিকের তারিখ পেরিয়ে ১৪ দিন অতিবাহিত হলে প্রেগনেন্সী টেষ্ট করান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SINAYEEM

Call

না প্রেগনেন্ট হবে না ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ