আমি ২০১৪ সালে ভোটার হই।এখনো Nid/Smart card পাইনি।এমতাবস্থায় আমার একটা ব্যাংক  অ্যাকাউন্ট  খোলা খুবি জরুরি।।।।আমি কি খুলতে পারব না??? যেমন,রুপালী, সোনালি ইত্যাদি ব্যাংক এ।।।

উল্লেখ্য যে আমার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি

বা সফট কপি আছে ।।


Share with your friends
Baadshah

Call

কিছুদিন পূর্বেও NID ছাড়া ব্যাংক একাউন্ট খোলা যেত।কিন্তু বর্তমানে জন্ম নিবন্ধন বা চেয়ারম্যান সার্টিফিকেট দিযে কোন ব্যাংক একাউন্ট খোলা সম্ভব নয়।অবশ্যই আপনার NID কার্ড লাগবে।তবে কিছু ব্যাংক রয়েছে যারা আপনার ভোটার হওয়ার  সময় যে স্লিপ দিয়েছিল সেটার নাম্বার দিয়ে ইন্টারনেট থেকে আপনার NID  কপি বের করে ব্যাংক একাউন্ট খোলার সুযোগ করে দিতে পারবে।

Talk Doctor Online in Bissoy App
Call

না ভোটার আইডি কার্ড ব্যতিত, রূপালি, সোনালিতে একাউন্ট খুলতে পারবেন না,তবে পাসপোর্ট থাকলে হবে,আমার একাউন্ট খোলতে গিয়ে এমন হয়েছিল, রূপালিতে আমার কার্ড না থাকায় তারা দিয়েছিল না,তখন আমার কাছে পাসপোর্ট থাকায় একাউন্ট খুলতে পেরেছিলাম।

Talk Doctor Online in Bissoy App

আপনার প্রশ্নের উত্তর জানতে এই প্রশ্নের উত্তর গুলো দেখুন ।

Talk Doctor Online in Bissoy App

জি যায়, আমি NID এর অনলাইন কপি দিয়ে ইসলামি ব্যাংকে একাউন্ট খুলেছি। তবে সব ব্যাংকে নাও গ্রহন করতে পারে।

Talk Doctor Online in Bissoy App