বড় বড় প্যারাগ্রাফ মুখস্থ করার উপায় কী কীভাবে মুখস্থ করবো এবং মনে রাখবো.??? জানালে উপকৃত হতাম.?????
Share with your friends

দেখুন মুখস্ত করার শক্তি একেকজনের একেকরকম। দেখবেন কেউ একটা প্যারাগ্রাফ ১০ মিনিটে আয়ত্ত করে ফেলে। আবার কেউ ৩০ কিংবা ৪০ মিনিটে আয়ত্ত করে। তবে সবচেয়ে বড় হলো ইচ্ছাশক্তি।  কোনো এক জ্ঞানি ব্যক্তি বলেছিলেনঃ ইচ্ছাশক্তি যেখানে প্রবল, বাধা শক্তি সেখানে কোনো প্রভাব ফেলতে পারে না।

প্যারাগ্রাফ মুখস্ত করার জন্য যা করবেনঃ

১. পড়তে বসার আগে মস্তিষ্ক ফ্রেশ রাখবেন। কোন উদ্ভট চিন্তা আনবেন না।

২. সম্পূর্ণ প্যারাগ্রাফটি আগে ১ বার মনোযোগ সহকারে পড়ে নিবেন।

৩. এরপর ছোট ছোট টার্গেট তৈরি করে পড়বেন। যেমনঃ প্রথমে ১ লাইন মুখস্ত করবো। মুখস্ত হয়ে গেলে না দেখে বলবেন। তারপর খাতায় লিখবেন। তারপর আরেক লাইন মুখস্ত করবেন না দেখে বলবেন খাতায় লিখবেন। যে ২ লাইন মুখস্ত হলো এখন সেই দুই লাইন একসাথে না দেখে বলবেন খাতায় লিখবেন।

৪. ভোরের দিকে মন ফ্রেশ থাকে, তখন উঠে পড়তে বসুন।

৫. জোড়ে জোড়ে পড়ুন।

ইত্যাদি। 

Talk Doctor Online in Bissoy App

Paragraph মুখস্তের সবচেয়ে ভালো উপায় হলো প্রথমে প্রতিটা বাক্যের অর্থ বুঝে নেয়া।এরপর ৩-৪ বার রিডিং দেয়া।এরপর দেখে দেথে কয়েকবার খাতায় লিখুন, অবশ্যই মনযোগের সাথে।এবার মুখস্তের চেষ্টা করুন, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে।আর হ্যা, এই দোয়াটা পড়া শুরুর আগে পড়তে পারেন “রাব্বি জিদ্নী ঈলমা”।

Talk Doctor Online in Bissoy App