ডেস্কটপ কম্পিউটারে সাধারনত কয়টি হার্ড ডিস্ক লাগানো থাকে এবং কয়টি লাগানো যায়, কম্পিউটার থেকে হার্ড ডিস্ক খুলে ফেললে কি সমস্যা হবে, কম্পিউটারে পেনড্রাইভ কেন ব্যবহার করা হয়, হার্ড ডিস্ক থেকে কি পেনড্রাইভ এ কিছু কপি করা যায় এবং বর্তমানে ১২৮ বা ২৫৬ জিবি পেনড্রাইভ এর দাম কত

শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

ডেক্সটপ/ল্যাপটপ যে কম্পিউটারই হউক না কেন

১টি সচল হার্ডডিক্স সংযোগকৃত থাকবেই। 

সাধারণত কম্পিউটারে ১টি হার্ডডিক্স ই লাগানো

হয়, তবে যারা ডাটা লোড করার ব্যবসা করে তারা

৩/৪ টি হার্ডডিক্স ব্যবহার করেন।

কম্পিউটার থেকে হার্ডডিক্স  সরিয়ে নিলে কম্পিউটার

চালুই হবে না।

পেনড্রাইভের কাজ অনেকটা মেমরি কার্ডের মতো। 

পেনড্রাইভের মাধ্যমে বিভিন্ন  ডিভাইসের মাধ্যমে ডাটা

আদান প্রদান করা যায়।

পেনড্রাইভ থেকে হার্ডডিক্সে বা হার্ডডিক্স থেকে পেনড্রাইভে

যে কোনো ডাটা ই আদান প্রদান করা যায়।

মেমরির দাম ব্রান্ড ও স্থান সাপেক্ষে নির্ধারিত হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ