Share with your friends
Junait

Call

ইন্টারনাল হার্ডডিক্স বলতে যে হার্ডডিক্স 

CPU এর মধ্য অবস্থান করে সরাসরি মাদারবোর্ডের

ক্যাবলের সাথে যুক্ত হয় তাকেই ইন্টারনাল

হার্ডডিক্স বলে। 

একজ্টারনাল হার্ডডিক্স বলতে পোর্ট্যবল হার্ডডিক্স

কে বোঝায়, অর্থাৎ যে হার্ডডিক্স CPU এর বাইরে থাকে

এবং পেনড্রাইভের মতো সহজেই লাগানো ও খোলা 

যায়। 

দুধরণের হার্ডডিক্স ই সমান কাজ করে তবে সাধারণত

ইন্টারনাল হার্ডডিক্সে অপারেটিং সিস্টেমের ডাটা

সংরক্ষিত থাকে। 

Talk Doctor Online in Bissoy App
jinkuuu

Call
উপরে ভাই উত্তর দিয়েছে তাও আমি সহজ ভাষায় বুঝাই, 
ধরেন #HDD ২ ধরনের হয়, একটা #Cable দিয়ে সংযুক্ত করতে হয়, যাকে বলা হয় > Internal Hard-disk ...
আর যেইটা #Pen-drive এর মত দেখতে, আর যার সংযুক্ত করতে কোনো তার এর দরকার হয় না, তাকেই বলে #External .... 

এদের সুবিধা হলো, আপনি #External যেকোনো পিসি তে, যেই কোনো সময়, যেই কোনো যায়গায় ব্যবহার করতে পারবেন, #Internal সাধারণত একটা কম্পিউটার এর জন্যই ব্যবহিত হয়ে থাকে ...... 


আশা করি, উত্তর টা পেয়েছেন 
Talk Doctor Online in Bissoy App