দলিলসহ উত্তর আশা করছি।
শেয়ার করুন বন্ধুর সাথে

যদি তারা অাল্লাহর উপর ঈমান এনে থাকে, তাহলে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে। বরং তাদের জন্য আরো বেশি বেশি দু‘আ করা উচিত। চিত্রশিল্পী হওয়া কোনো কুফুরী কাজ নয়, তবে তারা গুনাহগার। দু‘আ করা যাবে না কেবল ওই ব্যক্তির জন্য যে ঈমানহীন অবস্থায় মারা যায়। এদের সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন, ﴿ ﺳَﻮَﺍٓﺀٌ ﻋَﻠَﻴۡﻬِﻢۡ ﺃَﺳۡﺘَﻐۡﻔَﺮۡﺕَ ﻟَﻬُﻢۡ ﺃَﻡۡ ﻟَﻢۡ ﺗَﺴۡﺘَﻐۡﻔِﺮۡ ﻟَﻬُﻢۡ ﻟَﻦ ﻳَﻐۡﻔِﺮَ ﭐﻟﻠَّﻪُ ﻟَﻬُﻢۡۚ ﺇِﻥَّ ﭐﻟﻠَّﻪَ ﻟَﺎ ﻳَﻬۡﺪِﻱ ﭐﻟۡﻘَﻮۡﻡَ ﭐﻟۡﻔَٰﺴِﻘِﻴﻦَ ٦ ﴾ ‏[ ﺍﻟﻤﻨﺎﻓﻘﻮﻥ : ٦ ] ‘তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর অথবা না কর, উভয়টি তাদের ক্ষেত্রে সমান। বআল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। অবশ্যই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হেদায়াত দেন না।’ {সূরা আল-মুনাফিকূন, আয়াত : ০৬} অন্য আয়াতে তিনি বলেন, ﴿ ﭐﺳۡﺘَﻐۡﻔِﺮۡ ﻟَﻬُﻢۡ ﺃَﻭۡ ﻟَﺎ ﺗَﺴۡﺘَﻐۡﻔِﺮۡ ﻟَﻬُﻢۡ ﺇِﻥ ﺗَﺴۡﺘَﻐۡﻔِﺮۡ ﻟَﻬُﻢۡ ﺳَﺒۡﻌِﻴﻦَ ﻣَﺮَّﺓٗ ﻓَﻠَﻦ ﻳَﻐۡﻔِﺮَ ﭐﻟﻠَّﻪُ ﻟَﻬُﻢۡۚ ﺫَٰﻟِﻚَ ﺑِﺄَﻧَّﻬُﻢۡ ﻛَﻔَﺮُﻭﺍْ ﺑِﭑﻟﻠَّﻪِ ﻭَﺭَﺳُﻮﻟِﻪِۦۗ ﻭَﭐﻟﻠَّﻪُ ﻟَﺎ ﻳَﻬۡﺪِﻱ ﭐﻟۡﻘَﻮۡﻡَ ﭐﻟۡﻔَٰﺴِﻘِﻴﻦَ ٨٠ ﴾ ‏[ ﺍﻟﺘﻮﺑﺔ : 80 ] ‘তুমি তাদের জন্য ক্ষমা চাও, অথবা তাদের জন্য ক্ষমা না চাও। যদি তুমি তাদের জন্য সত্তর বার ক্ষমা চাও, তবুও আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। কারণ তারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে কুফরী করেছে, আর আল্লাহ ফাসিক লোকদেরকে হিদায়াত দেন না।’ {সূরা আত-তাওবা, আয়াত : ১১৩-১১৪} একই সূরায় অপর এক আয়াতে আল্লাহ বলেন, ﴿ ﻣَﺎ ﻛَﺎﻥَ ﻟِﻠﻨَّﺒِﻲِّ ﻭَﭐﻟَّﺬِﻳﻦَ ﺀَﺍﻣَﻨُﻮٓﺍْ ﺃَﻥ ﻳَﺴۡﺘَﻐۡﻔِﺮُﻭﺍْ ﻟِﻠۡﻤُﺸۡﺮِﻛِﻴﻦَ ﻭَﻟَﻮۡ ﻛَﺎﻧُﻮٓﺍْ ﺃُﻭْﻟِﻲ ﻗُﺮۡﺑَﻰٰ ﻣِﻦۢ ﺑَﻌۡﺪِ ﻣَﺎ ﺗَﺒَﻴَّﻦَ ﻟَﻬُﻢۡ ﺃَﻧَّﻬُﻢۡ ﺃَﺻۡﺤَٰﺐُ ﭐﻟۡﺠَﺤِﻴﻢِ ١١٣ ﻭَﻣَﺎ ﻛَﺎﻥَ ﭐﺳۡﺘِﻐۡﻔَﺎﺭُ ﺇِﺑۡﺮَٰﻫِﻴﻢَ ﻟِﺄَﺑِﻴﻪِ ﺇِﻟَّﺎ ﻋَﻦ ﻣَّﻮۡﻋِﺪَﺓٖ ﻭَﻋَﺪَﻫَﺎٓ ﺇِﻳَّﺎﻩُ ﻓَﻠَﻤَّﺎ ﺗَﺒَﻴَّﻦَ ﻟَﻪُۥٓ ﺃَﻧَّﻪُۥ ﻋَﺪُﻭّٞ ﻟِّﻠَّﻪِ ﺗَﺒَﺮَّﺃَ ﻣِﻨۡﻪُۚ ﺇِﻥَّ ﺇِﺑۡﺮَٰﻫِﻴﻢَ ﻟَﺄَﻭَّٰﻩٌ ﺣَﻠِﻴﻢٞ ١١٤ ﴾ ‏[ ﺍﻟﺘﻮﺑﺔ 113-114 : ] ‘নবী ও মুমিনদের জন্য উচিত নয় যে, তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। যদিও তারা আত্মীয় হয়। তাদের নিকট এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে, নিশ্চয় তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী। নিজ পিতার জন্য ইবরাহীমের ক্ষমা প্রার্থনা তো ছিল একটি ওয়াদার কারণে, যে ওয়াদা সে তাকে দিয়েছিল। অতঃপর যখন তার নিকট স্পষ্ট হয়ে গেল যে, নিশ্চয় সে আল্লাহর শত্রু, সে তার সাথে সম্পর্ক ছিন্ন করল। নিশ্চয় ইবরাহীম ছিল অধিক প্রার্থনাকারী ও সহনশীল।’ {সূরা আত-তাওবা, আয়াত : ১১৩-১১৪} অতএব আমাদের উচিত চিত্রশিল্পীদের জন্য বরং আরও বেশি বেশি দু‘আ করা। তাদের মাগফিরাত ও ক্ষমার জন্য এবং তাদের ওপর রহমত ও দয়ার জন্য আল্লাহর কাছে অধিক পরিমাণে প্রার্থনা করা। হতে পারে আল্লাহ তা‘আলা এসব দু‘আ কবুল করে তাদেরকে মাফ করে দেবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ