Junait

Call

সাধারণত এমন কোনো লক্ষণ দৃশ্যমান হয় না

যা দ্বারা চিহ্নিত করা যায় যে হস্তমৈথুন করে কি না।

তবে যারা অতিরিক্ত হস্তমৈথুন করে মানসিক দূর্বল

হয়ে পড়ে অনেকেই তাদের কে চিহ্নিত করতে

পারেন সহজেই।  

অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি উপস্থিতি বিষয়ের উপর নির্ভরশীল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হস্তমৈথুনকারী ব্যক্তিকে চেনার আলামত:

 হস্তমৈথুন এ বদঅভ্যাসে আক্রান্ত ব্যক্তির অধিকাংশ সময় মাথা

ব্যাথা, মস্তিঙ্কের ব্যাথা, কোমরে ব্যাথা, পায়ের

ব্যাথা করে। মাথা চক্কর মারে। এমনকি যে

কোনো বিষয়ে সে সন্দিহান হয়ে যায়। শরীর

এমন দুর্বল হয়ে যায় যে, হাটুর উপর ভর দেয়া

ব্যতীত দাঁড়াতে পারে না। কোমরের ব্যাথায়

বসতে পারে না। শুতে গেলে পাঁজর ব্যাথা করে।

অনেক সময় চলাফেরা করার সময় অনিচ্ছায় পেশাব

বের হয়ে যায়। মাঝে মাঝে উঠা-বসা করতেও

বীর্যপাত হয়ে যায়। দিন-রাতে স্বপ্নদোষের

মাত্রা বৃদ্ধি পায়। তার বীর্য এত পাতলা হয়ে যায় যে,

কখন তার বীর্যপাত হলো সে সময়টি তার জানা

থাকে না। এছারাও বীর্য হয়ে য আয় পেশাব বা

পানির মত। বীর্যের কীট শেষ হয়ে যায়। যে

কারণে ভবিষ্যতে সন্তান জম্ম দেয়ার ক্ষমতা রাখে

না। যৌনাঙ্গের রগ হালকা হয়ে যায়। এজন্যই হাকীমগণ

বলে থাকেন যে, হস্তমৈথুন করার দ্বারা যিনা ব্যভিচার

করার চেয়েও অধিক ক্ষতিকারক। কারো মাঝে এ

রোগটি দেখা দিলে যতদ্রুত সম্ভব আরোগ্যের

ব্যবস্থা নিতে হবে। অনেক পিতা-মাতা তার ছেলের

এ ব্যাপারে বে-খেয়াল থাকে। তাদেরকেও এ

বিষয়টি সম্পর্কে সচেতন হওয়া আবশ্যক

আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধ্বংসাত্মক বদ অভ্যাস থেকে হেফাজত করুন! আমীন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ