Call

আসলে আপনি যে হিসাব চাচ্ছেন ক্লিয়ার ভাবে এই হিসাব সম্ভব নয় কারন আপনার মুরগীর খাবার চিকিৎসা কম বেশি লাগতে পারে। এছাড়া এর বাসস্থান কেমন হবে সেটা আপনার উপর নির্ভর করে। সাধারণত সবাই জায়গার তুলনায় ফার্মে অত্যধিক বেশি মুরগী তুলে থাকেন। বিশেষ ভাবে মনে রাখবেন, ঘরে জায়গার তুনায় বেশি মুরগী পালন করতে গেলে ভাইরাস জনিত রোগসমূহে মুরগীর মৃত্যুহার অনেক বেশি হয়। বিশেষ করে রাণীক্ষেত এবং গামবোরো রোগে অত্যধিক মুরগীর ঘনত্বেরর কারণেই মৃত্যুহার অনেক বেশি হয়। ১০০০ ( এক হাজার ) মুরগী পালনে যৌক্তিক খরচ ----- * ১ টি বাচ্চার মুল্য ২০ টাকা হলে ১০০০ বাচ্চার মুল্য-২০x১০০০=২০,০০০ টাকা। * ৫৫-৬০ দিনে ১ টি মুরগী দের কেজি খাবার গ্রহন করলে ১০০০ মুরগীর জন্য খাবার প্রয়োজন ১.৫x১০০০= ১৫০০ কেজি বা ৩০ বস্তা। ভালো মানের এক বস্তা স্ট্যাটার খাবারের মুল্য ১৮০০-১৮৫০ টাকা, যা প্রথম ১০-১৫ দিন দিতে হবে। ভালো মানের এক বস্তা গ্রয়ার খাবারের মুল্য ১৬০০-১৬৫০ টাকা। যা পরবর্তী ৫৫-৬০ দিন পর্যন্ত চলবে। তাহলে দুই ধরনের খাবারের গড় মুল্য যদি আমি ১৭৫০ টাকা ধরে নিয়ে হিসেব করি, তাহলে ৩০ বস্তা খাবারের মুল্য দাড়ায়- ১৭৫০x৩০= ৫২,৫০০ টাকা। * টীকা ও ঔষধ খরচ ধরে নেই ৫০০০ টাকা। * একজন লেবার খরচ ৬০ দিনে বা ২ মাসে ১৮০০০ টাকা। _________________________________________________ মোট খরচ= ৯৫,৫০০ ( পচানব্বই হাজার পাচশত ) টাকা। সঙ্গে ঘরের খরচের অংশ হিসেবে যোগ হবে ১০৯১ (আনুমানিক) টাকা= ৯৬,৫৯১ টাকা। আয়ঃ একটি মুরগী ৫৫-৬০ দিনে গড়ে ৭০০ গ্রাম ওজন হলে ১০০০ মুরগীর ওজন ৭০০ গ্রামx ১০০০= ৭০০০০০ গ্রাম বা ৭০০ কেজি। কিন্তু কিছু মুরগী যদি মরে যায় ? আমরা ৫% মৃত্যু হারে হিসেব করলে ৫০ পিস বা ৫০x৭০০ গ্রাম=৩৫০০০ গ্রাম বা ৩৫ কেজি বাদ দিতে হবে। তাহলে ৯৫০ টি মুরগীর মাংস গড়ে হিসেব করলে ৬৬৫ কেজি হবে। এখন মাংসের দাম আরো একটু কমিয়ে যদি আমরা ১৮০ ধরে গড় হিসেব করি, তাহলে মুল্য দাড়ায়- ৬৬৫x১৮০= ১,১৯,৭০০ ( এক লক্ষ উনিশ হাজার সাতশত ) টাকা। তাহলে মোট লাভ ১,১৯,৭০০-৯৬৫৯১= ২৩,১০৯ টাকা। এবং এটি আকাশ কুসুম কোন কল্পনা নয়। বাস্তবতার নিরিখে একটি হিসেব। বরং সকল ক্ষেত্রেই আমি খরচ বেশী দেখিয়েছি এবং আয় কম দেখিয়েছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ