Unknown

Call

না। কপিরাইটেড ভিডিও ডিমনিটাইজ করা হয়। 

নিজের তৈরি ভিডিও কিংবা ফেয়ার ইউজ পলিসি অনুযায়ী অন্যের ভিডিওর অংশবিশেষ ব্যবহার করলে কপরাইট ক্লেইম আসবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Sajjad

Call

ইউটিউবে কপিরাইট ২ধরনের। একটি হলো Copyright Claim এবং Copyright Strick। যদি কপিরাইট ক্লেম হয় তাহলে ইনকাম করতে পারবেন। তবে আপনি যার ভিডিও কপি করছেন তার কাছে আপনার ইনকাম এর কিছু টাকা চলে যাবে যাকে বলা হয় Revenue Share। আর যদি কপিরাইট স্ট্রাইক পড়ে তাহলে ইনকাম হবে না। উল্টো আপনার চ্যানেল ক্ষতির সম্মুখীন হবে। ৩টি স্ট্রাইক পড়লে চ্যানেল ব্যান্ড হয়ে যাবে।

তাই আমি বলবো নিজে নিজের সৃজনশীলতা কে কাজে লাগিয়ে ভিডিও তৈরি করেন। এতো রিক্স নেওয়ার কি দরকার!!

ধন্যবাদ!!!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ