আমার বাবা নেশা করেন।

যার ফলে সবার কাছে আমাদের ছোট হয়ে থাকতে হয়।

সবাই আমাদের নিয়ে মজা করে,যার যা মুখে আসে বলে দেয়।

কিন্তু তারা একটা বোঝে না তাদের কথা গুলা শুনে অনেক কষ্ট

হয়।চোখ বেয়ে পানি মেনে আসে।

অনেক চেষ্টা করেছি বাবা কে ভালো করার জন্য কিন্ত পারি নাই।

কোন মতে বাবা ভালো হয় না।

আম নানা বাড়ি তে এসেছি এসে মামা রা অনেক কথা বললো।

আচ্ছা এখানে আমাদের কী দোষ বলতে পারেন।

আমরা তো কিছু করি নাই।

তাহলে আমাদের কেনো অপমানের শিকার হতে হয়।

কী করতে পারি এখন আমি

কেনো সবার সামনে ছোট হতে হয় আমাদের.????

এটা থেকে বাঁচার কী কোন উপায় নাই।????



শেয়ার করুন বন্ধুর সাথে
utshobhj

Call

আসলে আমাদের সমাজে যখন কেউ বিপদে পরে, তখন সবাই বিপদ থেকে উদ্ধার না করে, আরো উপহাস করে।এটা আমাদের সামাজিক সমস্যা।এটা একদিন এ বদলান যাবে না।যাই হোক, মাদকাশক্তি থেকে মুক্তির জন্য, আপনি আপনার বাবা কে, আপনার অন্য অভিভাবক এর সাহায্যে একটি ভাল সংসধনালয়ে ভরতি করতে পারেন।যেগুলো আমাদের দেশে রিহ্যাবিলিটেশন সেন্টার নামে পরিচিত।স্রষ্টার নিকট প্রার্থনা করি, আপনার বাবা সুস্থ থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ