Unknown

Call

এর জন্য কলেজ কোনো ফ্যাক্টর না। 

আপনি SSC ও HSC তে ন্যূনতম জিপিএ ৪ করে এবং HSC তে পদার্থ+গণিত=৮ পেলে EEE'র জন্য কোয়ালিফাইড হবেন। পাবলিক ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় না টিকলে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে পারবেন, সেক্ষেত্রে খরচ পড়বে ৪-৬ লাখ টাকা। 

চাইলে পলিটেকনিকেও পড়তে পারেন, তবে নিজের উপর আস্থা থাকলে জেনারেল লাইনেই পড়ুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যেহেতু ইলেকট্রিক্যাল ইন্জিয়ারিং পড়তে চান তাহলে আপনাকে পলিটেকনিকেলে পড়তে হবে।আপনি সরকারি পলিটেকনিক পড়তে পারেন আবার বেসরকারি পলিটেকনিক পড়তে পারেন।তবে বলে রাখি ইলেকট্রিক্যাল অনেক কঠিন একটা সাবজেক্ট।ইলেকট্রিক্যালে Mathematics অনেক বেশি।তবে আপনার উপর আস্তা রাখতে হবে।সরকারিগুলোতে খরচ কম হবে আর বেসরকারি গুলাতে খরচ বেশি।কিন্তু পড়া-লেখার মান অনেক ভালো।কারন আমি নিজেও বেসরকারি পলিটেকনিক পড়তাছি ইলেকট্রিক্যাল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ