এবং vpn ব্যবহার করলে কি কি সুবিধা  পাওয়া যাবে? 
Share with your friends
Call

হা vpn ব্যবহার করলে এমবি বেশি খরচ হয়।


আপনি vpn ব্যবহার করলে যে সুবিধা পাবেন

#VPN ব্যবহার করলে আপনার অবস্থান কেউ ট্র্যাক করতে পারবে না।


#IP address (Internet Protocol address) হাইড করে রাখে। অর্থাৎ, হ্যাকারদের কবলে পড়ার সম্ভাবনা নাই।


# আপনার ইন্টারনেট সেবা প্রদানকারী আইপিএস থেকে নেটের ফুল স্পিড পাবেন।


#VPN দিয়ে আপনি আইএসপি তে ব্লক করা সাইট ভিজিট করতে পারবেন। যেমন ধরেন, যদি ইউটিউব আমাদের দেশে বন্ধ করে দেয়া হয়, তাহলেও আপনি VPN ব্যবহার করে ইউটিউবে ঢুকতে পারবেন।


#এটি নিরাপদ যোগাযোগ এবং ডাটা encrypt করার একটি পদ্ধতি হিসেবে কাজে লাগে। মানে VPN আপনার মেশিনকে একটি ভার্চুয়াল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করতে পারে এবং আপনার পাঠানো সব data দ্রুততার সঙ্গে encrypt করে ফেলে অর্থাৎ public domain থেকে লুকিয়ে রাখে এবং এটা আপনার browsing history-র কোনো ট্র্যাক রাখে না। কাজেই আপনি অনলাইনে পুরোপুরি নিরাপদ

Talk Doctor Online in Bissoy App
Call

আমি কোন vpn use করবো..? কোন link হব.?

Talk Doctor Online in Bissoy App