প্রেগন্যান্টসি টেস্ট  ২বার করা হইসে কিন্তু নেগেটিভ  আসে। মাসিক হওয়া র জন‍্য  mm kit খাই। mm kit এর শর্তাবলি  অনুযায়ী  সব ধরনের side effect  হইসে কিন্ত ৪ ঘণ্টা  যাওয়ার পরেও bleeding হয়নি।

প্রচণ্ড বমিভাব  আছে।


Share with your friends
Jamiar

Call

প্রেগন্যান্সি রেজাল্ট নেগেটিভ তবুও এই পিল খাওয়া ভুল করছেন। আর মাসিক না হলেই যে এই পিল খেতে হবে তা কিন্তু নয়। আর এই mmkit  পিল সেবন করে ৫/৬ সপ্তাহের গর্ভবতী নারী গর্ভপাত করতে পারবে ।কাজেই যেহেতু আপনি প্রেগন্যান্ট নন যার কারনে মাসিকের রক্তপাত হচ্ছে না।তবে যেহেতু সেবন করছেন তাহলে অপেক্ষা করুন ।আশা করি মাসিক হবে। ইনশাআল্লাহ। 

Talk Doctor Online in Bissoy App