পিউলি খাওয়ার ১ মাস পর ও মাসিক হয় নাই.... তাহলে কি প্রেগনেট?


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

মিলনের ১২০ ঘন্টার পূর্বে যদি পিলটি

সেবন করে থাকে তাহলে গর্ভবতী হবে না।

পিরিয়ড মিস মানেই গর্ভবতী নয়।

ইমারজেন্সি পিল সেবনের কারনে মাসিক

দেরিতে হতে পারে। 

নারীরের সব সময়েই নির্দিষ্ট সময়ে মাসিক হয় না,

হরমোনের কারনে,  বিভিন্ন ধরনের পিল/ওষুধ

সেবন করার ফলে মাসিকের তারিখ ৫/৭ দিন

পিছিয়ে যেতে পারে। 

তাই এখনই দুশ্চিতা না করে আরোও কিছুদিন দেখুন।

অপেক্ষা করে দেখুন কিছু দিনের মধ্য হয় কি না..? 

গর্ভবতী টেষ্ট করে দেখতে পারেন।

যদি মাসিকের সময় হতে দ্বিগুন সময় অতিক্রম হয়ে যায়

তাহলে যথা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ