শেয়ার করুন বন্ধুর সাথে
 আপনার মুখে যদি, ব্রণ ও গুটির মত কালো কালো  দাগ থাকে তাহলে অবশ্যই আমার দেয়া পরামর্শ আপনার কাজে আসবে। 

কারণ আমার ও এ সমস্যা ছিল। আমিও বহুদিন এই সমস্যায় ভুগেছি।

আর এখন আমার এ সমস্যা ঠিক হয়ে গেছে। তাই আপনাকে বলি...

১। ব্রণের জন্য = Retigel-200tk. রাতে ১ বার ঘুমানোর আগে, ৩ঘন্টা রাখতে হবে।

2। কালো দাগ দূর এবং চেহারা উজ্জ্বল/ফরসা করার জন্য=

 Oxigel-200tk.  সারদিনে ১ বার , ৩ঘন্টা রাখতে হবে।




3। এবং সব্রখেত্রে সাহায্যের জন্য ওষুধ = Doxicap = ১ পাতা ২০tk

দিনে ২ বার। সকালে এবং রাতে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
tusarmia80

Call

ফোনা® Fona® এই ক্রিমটি ব্যবহার করতে পারেন।image


উপাদান : প্রতি গ্রাম ফোনা® ০.১% ক্রীমে রয়েছে এডাপালিন বিপি ১ মি.গ্রা.। প্রতি গ্রাম ফোনা® ০.৩% জেল-এ রয়েছে এডাপালিন বিপি ৩ মি.গ্রা.।


নির্দেশনা : ফোনা® ০.১% ক্রীম/0.3% জেল ব্রণের চিকিৎসায় নির্দেশিত এবং শুধুমাত্র ত্বকে ব্যবহার্য।


মাত্রা ও ব্যবহার বিধি : ফোনা® ০.১% ক্রীম ত্বকের আক্রান্তস্থানে প্রতিদিন রাতে একবার প্রয়োগ করতে হবে। ফোনা® ০.৩% জেল সারা মুখে এবং ত্বকের আক্রান্ত স্থানে প্রতিদিন সন্ধ্যায় একবার প্রয়োগ করতে হবে। ব্রণ আক্রান্ত সম্পূর্ণ স্থানে ফোনা ০.১% ক্রীম/0.3% জেল পাতলা করে লাগাতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন আক্রান্ত পুরো জায়গাতেই ভালোভাবে ওষুধ প্রয়োগ করা হয়।


যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : যাদের এডাপালিন অথবা ক্রীম/জেল-এ উপস্থিত যে কোন উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না।


সতর্কতা : ক্ষত, কাঁটা, একজিমা ও রোদে পুড়ে যাওয়া ত্বকে এডাপালিন ব্যবহার করা উচিত নয়।


পার্শ্ব প্রতিক্রিয়া : ইরাইথেমা, চুলকানি, ত্বকের উপরিভাগের স্তর উঠে যাওয়া, তাপে প্রদাহ, প্রভৃতি উপসর্গ ব্যবহারের প্রথম মাসে প্রায়ই দেখা যায় কিন্তু নিয়মিত ওষুধ প্রয়োগে μgvš^‡q এসব উপসর্গ হ্রাস পায়।


অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : ত্বকে ব্যবহারে তীব্র অস্বস্তিকর অনুভূতি সৃষ্টিতে সক্ষম [মেডিকেটেড সামগ্রী বা মুখে ব্যবহারের সাবান ও ত্বক পরিষ্কারক ক্লিনজার, সাবান ও কসমেটিকস (যাদের তীব্র ত্বক শুষ্ককারক ভূমিকা রয়েছে), অধিক ঘনত্বপূর্ণ অ্যালকোহলযুক্ত সামগ্রী এবং ত্বক টানটান করতে সক্ষম] সামগ্রীর সাথে একত্রে ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত সামগ্রীতে সালফার, রেসরসিনল বা স্যালিসাইলিক এসিড রয়েছে তাদের সাথে একত্রে এডাপালিন ব্যবহারে বিশেষ সতর্কতা রাখতে হবে। এসব সামগ্রী যদি ব্যবহার করতেই হয় তবে ত্বকে উক্ত সামগ্রীর প্রভাব শেষ না হওয়া পর্যন্ত এডাপালিন প্রয়োগ করা উচিত নয়। যদি উভয় সামগ্রীর একত্রে ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হয় তবে দুটি ভিন্ন ভিন্ন সময়ে ব্যবহার করা সবচেয়ে ভালো।


গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার : শুধুমাত্র প্রয়োজনীয় ঝুঁকির তুলনায় সুফলের মাত্রা বেশী হলে গর্ভকালীন অবস্থায় এডাপালিনের প্রয়োগ বিবেচনা করা যেতে পারে। এডাপালিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা, এটা এখনও নিশ্চিত নয়, তবে স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এডাপালিন ব্যবহারে বিশেষ সতর্কতা গ্রহণ করা উচিত।


শিশুদের ক্ষেত্রে : ১২ বছরের কম বয়সের ক্ষেত্রে এডাপালিন ব্যবহারের কার্যকারিতা ও নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত নয়।


সরবরাহ : ফোনা® ০.১% ক্রীম: ১০ গ্রাম ক্রীম। ফোনা® ০.৩% জেল: ১০ গ্রাম জেল

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ