Call

মোবাইল হট্সপট অন করলে আর কেবল লাগে না।

মোবাইল হট্সপট অন করুন এর পর আপনার কম্পিউটারে প্রবেশ করুন করে কম্পিউটারের ওয়াইফাই টি অন করুন দেখতে পারবেন আপনার ফোনের হট্সপট অ্যাড্রেসটি ওয়াইফাই এ দেখাচ্ছে । এড্রেসটিতে সিলেক্ট করুন তারপর কানেক্ট এ ক্লিক করুন। যদি পাসওয়ার্ড চায় তাহলে মোবাইলে হট্সপট অপশনে গিয়ে ওখানে সেটিংস গুলো দেখুন দেখবেন এক জায়গায় পাসওয়ার্ড লেখা আছে ওখানে Show Password করে আপনার পাসওয়ার্ড টি দেখে নিন তারপর তা কম্পিউটারে দেন তারপর কানেক্ট করুন এখন ফোনের ডাটা কানেকশন অন করলেই আপনি কম্পিউটার দিয়ে ফোনের ডাটা ইউস করতে পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি মোবাইলের ইন্টারনেট ডেক্সটপে চালাতে চাইলে, প্রথমে মোবাইল টিকে ডাটা ক্যাবল এর সাহায্যে কম্পিউটারের সাথে সংযোগ করুন। তারপর নিচের ধাপ অনুসরন করুন> মোবাইলে Setting>More>tethering & portable hotspot এর পর USB tethering এ টিক দিন। তাহলেই সংযোগ হয়ে যাবে। ডাটা অন করুন। এবার চালাতে থাকুন। বিদ্রঃ- ফোন এর ভেদাভেদে setting এর কিছুটা পার্থক্য হতে পারে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ