মাছ ধরার জন্য বড়শিতে কেচো,আটা ব্যবহার করি।। কিন্তু মাছ বেশি এসব খাবার খায় না। এমন কোন খাবারের পদ্ধতি বলবেন যাতে অতি দ্রুত অনেকগুলো মাছ ধরা যায়।মাছ কিন্তু রুই,জুয়ারি, বাটা, তেলাপিয়া,, কই এসব মাছ।


শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি বড়শিতে ছোট ছোট ব্যাঙ টোপ হিসেবে ব্যাবহার করুন মাছ ছোট ব্যাঙ খায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি কেঁচো, হাঁস-মুরগীর আঁৎ কিংবা মাখা ময়দা বা আটা ব্যবহার করতে পারেন।
বোল্লার লার্ভা পেলে তো আর ভালো কথা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি এর জন্য চিংড়ি মাছ,ময়দার আটা,বোলতার লার্ভা,কেঁচো টোপ হিসেবে ব্যবহার করতে পারেন । কিন্তু অল্প সময়ে অনেক মাছ ধরার জন্য আপনি বাজার থেকে মেডিসিন টোপ এনে ব্যবহার করথে পারেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

গ্রামের ছেলে হিসাবে বলতে পারি মাছ ধরার সবচেয়ে ভালো টোপ *ডাই* এর (এক ধরনের পিপড়া) মৌমাছির লার্ভা/ডিম । এতে মাছ ধরার সম্ভবনা ৯৯% , এর চেয়ে ভালো টোপ আর হয় না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মৌমাছির লার্ভা এ ক্ষেত্রে কাজ করবে। তা ছাড়া আপনি উই পোকার ডিম চার হিসাবে ব্যাবহার করতে পারেন। তেলাপিয়া মাছ ধরার জন্য কেঁচো কাজ করে। তেলাপিয়া মাছ কেঁচো দিয়ে ধরা যায়। ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ