তাওরাত যাবুর ও ইন্জিল  কিতাব কোন ভাষায় নাযিল হেয়েছে???

আমরা জানি কোরআন শরীফ আরবী ভাষায় নাযিল হয়েছে.


কিন্তু তাওরাত যাবুর ও ইন্জিল কোন ভাষায় নাযিল হয়েছে?????


শেয়ার করুন বন্ধুর সাথে

হযরত মূসা (আঃ) এর সম্প্রদায়ের মাতৃভাষা ছিল ইবরাণী বা হিব্র“। তাই এ ভাষায় ‘তাওরাত’ নাজিল হয়। হযরত ঈসা (আঃ) এর জাতির মাতৃভাষা ‘সুবিয়ানি’ তাই এ ভাষায় তাঁর প্রতি ‘ইঞ্জিল’ অবতীর্ণ হয়। হযরত দাউদ (আঃ) এর গোত্রের মাতৃভাষা ছিল ইউনানী, তাই ‘যাবুর’ ইউনানী বা আরামাইক ভাষায় অবতীর্ণ হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ