বেসরকারি তে সিভিলি ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পড়লে ভবিষ্যৎ ক্যারিয়ার কেমন হবে একটা মেয়ে হিসেবে
শেয়ার করুন বন্ধুর সাথে

খুবই খারাপ হবে। হতাশায় জীবনের কোন কিনারা

খুঁজে পাবেন না। কারন আমার পরিচিত কয়েকজন আছে

যারা সরকারি থেকে সিভিলে ডিপ্লোমা শেষ করে

৫ হাজার টাকা বেতনের চাকরিও জোটাতে পারছে না।

আমার ssc ব্যাচের ৪ জন সিভিলে ডিপ্লোমা শেষ করে

বর্তমানে খুব মানবেতর জীবন যাপপন করছে। আসলে

বর্তমান সময়ে ডিপ্লোমা মানেই এক একটা মরনফাদঁ।

আর ডিপ্লোমা কোন স্নাতক ডিগ্রি নয়, কিছু ক্ষেত্রে

এটিকে hsc সমমান ধরলেও তা অতি নগন্য। আপনি

চাইলে পারসোনাল ইনবক্সে তাদের কয়েকজনের নাম্বার

নিয়ে কথা বলতে পারেন। আসলে জেনারেলে পড়লে

আপনার জন্য অনেক অপশন থাকবে ক্যারিয়ার গড়ার।

আর ডিপ্লোমাতে আপনি খুব হতাশায় পড়ে যাবেন।

প্রতি বছর হাজার হাজার ডিপ্লোমা পাশ করে বের হলেও

নতুন নতুন কোন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। তাই

খুব ভেবে চিন্তে জীবনের সিদ্ধান্ত নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ