আমি পড়েছি, নিজেরাই উচ্চারিত হতে পারে বলে a,e,i,o,u এই পাঁচটিকে vowel বলা হয়। কিন্তু 'U' (EU / ইউ) উচ্চারনে 'E' এর সাহায্য নিচ্ছে। কাজেই 'U' কে আমরা vowel বলব কেন? পাশাপাশি 'I' (আই) এর উচ্চারন নিয়েও আমি confused.
Share with your friends

"U" "E" এর সাহায্য নেওয়ার পরও vowel,কারণ "E" যুক্ত হলেও সেটাও vowel.আর (আই) এর সাথে "a" লাগলেও "a" vowel. আশাকরি বুজতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App
Call

Vowel কারন a e i o u ও Semi vowel ছাড়া শব্দ তৈরি যায় না আর শুধু Consonant দিয়ে বাক্য তৈরি হয় না এ নিয়মে U দিয়ে শব্দ করা যায় যেমন Turn তবে Trn এটা তো শব্দ নয় তাই U একটি Vowel

Talk Doctor Online in Bissoy App
Unknown

Call

U এর শুরুতে 'ই' থাকলেও এর স্বাধীন উচ্চারণ রয়েছে, অর্থাৎ 'ই' বাদ দিলেও আপনি এর উচ্চারণ করতে পারবেন (উ)। 

I এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, এরও স্বাধীন উচ্চারণ রয়েছে।

এরা অনেকটা বাংলা স্বরবর্ণ ঐ (ও+ই) এবংং ঔ (ও+উ) এর মতো।

             Vowel এর সংজ্ঞায় বলা হয়নি "এরা মৌলিক ধ্বনি বিশিষ্ট", বলা হয়েছে "এরা স্বাধীনভাবে উচ্চারণযোগ্য"।


আপনি কোনো কনসোনেন্টের ক্ষেত্রে এমনটা করতে পারবেনা, উদাহরণস্বরূপ- B বর্ণ থেকে 'e' বাদ দিয়ে কিংবা K থেকে 'a' বাদ দিয়ে আপনি এদের ধ্বনি হিসেবে উচ্চারণ করতে পারবেননা, অর্থাৎ এদের উচ্চারণ অন্য একটি বর্ণের উপর নির্ভরশীল।


উল্লেখ্য যে, ইংরেজি ৫ টি Vowel এর প্রায় ২০ টি স্বতন্ত্র/সম্মিলিত উচ্চারণ রয়েছে।

Talk Doctor Online in Bissoy App

U হলো দুটি স্বাধীন ধ্বনির সমষ্টি। U কে বিশ্লেষণ করলে দেখা যায়- E+U. কিন্তু এর প্রত্যেকটি আলাদাভাবে উচ্চারিত হতে পারে। Consonant এর বেলায় সেটি প্রযোজ্য নয়। তাই U হলো একটি vowel. বাংলা ভাষাতেও এরকম দেখা যায়। যেমন: ঐ=ও+ই।

Talk Doctor Online in Bissoy App