সমবয়সী খালাতো বোনকে বিয়ে করা যাবে?তার আর আমার রক্তের গ্রুপ একই ( B+)
Share with your friends

ইসলামে খালাত বোনকে বিয়ে করার অনুমতি অাছে । তবে ডাক্তারি ভাষ্য মতে দম্পতি উভয়ের যদি রক্তের গ্রুপের একই অর্থাৎ, স্বামীর ব্লাডগ্রুপ যদি পজেটিভ(+) হয় তাহলে স্ত্রীর ব্লাডগ্রুপ ও পজেটিভ(+) হতে হবে । আর যদি স্বামীর ব্লাডগ্রুপ নেগেটিভ(-) হয় তাহলে স্ত্রীর ব্লাডগ্রুপ পজেটিভ(+) বা নেগেটিভ(-) যে কোনো একটি হলেই হবে। তবে স্বামীর ব্লাডগ্রুপ যদি পজেটিভ(+) হয় তাহলে কোনোভাবেই স্ত্রীর ব্লাডগ্রুপ নেগেটিভ(-) হওয়া চলবে না । এক্ষেত্রে যদি স্ত্রীর ব্লাডগ্রুপ নেগেটিভ(-) হয় তাহলে তার স্বামীর ব্লাডগ্রুপ ও নেগেটিভ(-) হতে হবে। তা না হলে সন্তান নিতে খুবই সমস্যা হয়ে থকে । যদিও অাজকাল এর ভালো ট্রিটমেন্ট বের হয়েছে । তবে অাগে থকে জানা থাকলে একই রক্তের এরকম গ্রুপের দম্পতি না হওয়াই উত্তম ।

Talk Doctor Online in Bissoy App

 *ইসলাম ধর্মে আপন খালাতো বোনকেও বিয়ে করা যাবে ।কোনো সমস্যা নেই ,ভালো হলে বিয়ে করে ফেলুন । 

**রক্তের গ্রুপ একই বা আলাদা হলেও সমস্যা নেই । সমস্যা হয় যদি  ছেলের পজিটিভ গ্রুপ আর মেয়ের নেগেটিভ গ্রুপ হলে । 

আপনাদের দুজনেরই যেহেতু  পজিটিভ(B+) তাই কোনো টেনশন নেই । বিয়ে করুন, সুখি হন ।

Talk Doctor Online in Bissoy App
Sawan

Call

স্বামীর ব্লাড গ্রুপ যদি পজেটিভ হয় তাহলে স্ত্রীর ব্লাডগ্রুপ ও পজেটিভ হতে হবে। আর যদি স্বামীর ব্লাডগ্রুপ নেগেটিভ হয় তাহলে স্ত্রীর ব্লাডগ্রুপ পজেটিভ বা নেগেটিভ যে কোনো একটি হলেই হবে। তবে স্বামীর ব্লাডগ্রুপ যদি পজেটিভ হয় তাহলে কোনোভাবেই স্ত্রীর ব্লাডগ্রুপ নেগেটিভ হওয়া চলবে না। এক্ষেত্রে যদি স্ত্রীর ব্লাডগ্রুপ নেগেটিভ হয় তাহলে তার স্বামীর ব্লাডগ্রুপ ও নেগেটিভ হতে হবে।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক, 10 মার্চ, 2016।

Talk Doctor Online in Bissoy App