একই ভবনের পাশাপাশি দুইটি লিফটের একটি ২ তলা পরপর ও অপরটি ৩ তলা পরপর থামে। ভবনটিতে মোট ২৪ তলা হলে কোন তলায় দুইটি লিফট-ই থামে? এর উত্তর ১২ কিন্তু কিভাবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

১ম লিফটটি থামবে

২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০, ২৪ তলায়

২য় লিফটটি থামবে

৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪ তলায়

সুতরাং দুই ক্ষেত্রে ই কমন ১২ তলা। 

আসলে উত্তর হবে ৬ ১২ ১৮ ২৪ তলা

কারন সবগুলো ই কমন।

অন্যভাবে বললে

২ ও ৩ এর ল সা গু ৬,

সুতরাং ৬ এবং ৬ এর গুনীতক গুলোতে দুটো লিফট ই থামবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ