রাত্রে ভাত খাওয়ার পর 1 ঘন্টার মধ্যে 3 বার প্রস্রাব হচ্ছে।এর কারন ও সমাধান চাই
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

পানি বেশি পান করলে প্রস্রাব বেশি হওয়া

স্বাভাবিক। দৈনিক গড়ে ৭/৮ বারের বেশি

প্রস্রাব হলে অস্বাভাবিকতা বলে বিবেচিত, 

তবে যারা প্রচুর পানি পান করেন তাদের

ক্ষেত্রে ১০/১১ বার ও স্বাভাবিক। 

আপনি হয়তো রাত্রের খাবারের সময় বেশি পানি

পান করেন তাই সে সময়ে বেশি প্রস্রাব হয়।

* মনে রাখবেন- আপনার প্রস্রাব বেশি হয় এ চিন্তা

কখনোই করবেন না।

শুধু রাত্রের নয় পুরোদিনের হিসাব করুন, তবেই

স্বাভাবিক/অস্বাভাবিক বোঝা যাবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ