শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

বীর্য উৎপাদনের কার্যকারিতা পুরুষের 

শরীরের সব সময় বিরাজমান থাকে।

বীর্য থলি পরিপূর্ণ হওয়ার পূর্বমূর্হরতো

পর্যন্ত বীর্য তৈরি হতে থাকে শরীরে সে বীর্যপাত

হোক বা না হোক। বীর্যথলি পরিপূর্ণ হয়ে গেলেই

তা যে কোনো উপায়ে বীর্যপাত হয়ে পরিপূর্ণতা

হারায়,  আবারোও বীর্য তৈরি হতে থাকে। 

বীর্যপাতের পর বীর্য কমে গেলেও একইভাবে চক্র

টি হতে থাকে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বীর্য  উৎপন্ন হওয়া একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া । বয়ঃসন্ধির পর অনবরত উৎপন্ন হতেই থাকে যতদিন বাঁচবে ।বীর্যে  প্রচুর প্রচুর শুক্রানু থাকে । এই শুক্রানুগুলি একটি চক্রাকার পথে উৎপন্ন হতেই থাকে । এই এক একটি  চক্র সম্পূর্ণ হতে প্রায় ৭২ দিন সময় লাগে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ