শেয়ার করুন বন্ধুর সাথে

যদি আপনার শরীর পাক থাকে এবং কোনো নাপাক কাপড় আপনার শরীরে স্পর্শ করে বা পরিধান করেন তাহলে আপনার শরীর নাপাক হবেনা। কিন্তু, কোনো স্পষ্ট নাপাকি থাকে যেমনঃ- বীর্য,প্রসাব ইত্যাদি যা শরীরে লাগার সম্ভাবনা থাকে তা শরীরের যে অংশে লাগবে উক্ত স্থান নাপাক হবে। তখন, বিসমিল্লাহ বলে উক্ত স্থান তিনবার ধৌত করতে হবে।


★যদি শরীর পাক থাকে এবং কাপড় নাপাক থাকে তাহলে নামাজ আদায় হবেনা। কারণ, নামাযে কাপড় পাক ফরজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ