আমি অনার্স এ ভর্তির জন্য আবেদন করি কিন্তু প্রথম মেরিড এ আমি চান্স পাইনি আমি জানতে চাচ্ছি যে দ্বিতীয় মেরিড তালিকা কত তারিখে প্রকাশ করা হবে। আর আমি চান্স পাবো কি বিঙ্গান বিভাগ থেকে সর্বমোট ৭.২৫ পেয়েছি।
শেয়ার করুন বন্ধুর সাথে

অনার্স ভর্তির দ্বিতীয় মেধা  তালিকা কবে নাগাদ প্রকাশ করবে 

এর এমন কোনো তথ্য এখনও জাতীয় বিশ্বিদ্যালয়ের ওয়েব

সাইট থেকে পাওয়া যায়নি । 

আর আপনি দ্বিতীয় মেরিট লিস্ট এ চান্স পাবেন কিনা

সে কথা ও এখনই বলা যাবে না । 

এটা নির্ভর করবে আপনার আবেদন কৃত কলেজে আসন

খালি থাকা এবং আবেদনকারীদের পয়েন্টের উপর ।

যদি দ্বিতীয় মেরিট লিস্ট এ চান্স না পান তবে আপনাকে 

তৃতীয় মেরিট লিস্ট এর জন্য অপেক্ষা করতে হবে । 

সেটাতে ও না হলে রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন ।

আপনার জন্য শুভ কামনা রইলো ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ