আমি ভাত খাই,,, এখানে আবার ইংরেজি I eat rice. 
কিন্তু আমি ভাত খাচ্ছি তখন এম কেন ব্যাবহার করা হচ্ছে।

Share with your friends

আমি ভাত খাচ্ছি এটা হচ্ছে present continuous tense .

আর present continuous tense  এ সাহায্য কারী 

Verb হিসেবে am, is , are বসে এবং মূল verb এর সাথে ing যোগ হয় এবং বর্তমানে কোন কাজ হচ্ছে বা চলছে বুঝালে

Present continuous tense হয় । 

সেই দিক থেকে আমি ভাত খাচ্ছি এর ইংরেজি : i am eating

rice.

অপরদিকে আমরা তো জানিই যে প্রথম পার্সন অর্থাৎ আমি এর পর am বসে । 

আর অন্যটি যেটা বলেছেন যে আমি ভাত খাই এটা 

হচ্ছে বর্তমান ক্রিয়া যা সচরাচর হয় তাই এটা present Indefinite tense. 

আর present indefinite tense এর  গঠন হচ্ছে sub+verb (present form) + object .

সেই গঠন অনুযায়ী এখানে আমি ভাত খাই = i eat rice হয়েছে । 

অবশেষে দুঃখিত বলছি । কারণ মোবাইলের টাইপিং করতে সমস্যা হওয়ার কারণে ভালো করে ও ব্যাখ্যা সহ

 লিখতে পারলাম না । 


Talk Doctor Online in Bissoy App
Call
"আমি ভাত খাচ্ছি" এটি present continuous tense. 
তাই helping verb হিসেবে I এর পর am ব্যবহৃত হয় 
এবং মূল verb এর সাথে ing যুক্ত হয়। 
আর apostrophe ব্যবহারের ফলে am এর পরিবর্তে 
শুধু m দেওয়া হয়েছে। 
I am eating rice = I'm eating rice.
Talk Doctor Online in Bissoy App