ব্যাঙের প্রস্রাব কি নাপাক। নাকি পাক ? দলিলসহ ব্যাখ্যামুলক উত্তর চাই ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল সেগুলোর পেশাব-পায়খানা নাপাক নয়। সুতরাং কাপড়ে এ সব প্রাণীর মলমূত্র লাগলেও তা পরিধান করে ছালাত আদায় করা বৈধ। আনাস (রাঃ) বলেন, উরায়না গোত্রের কিছু নওমুসলিম মদীনায় অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে রাসূল (ছাঃ) তাদেরকে উটের পালে যেয়ে তার দুধ ও পেশাব পান করতে নির্দেশ দেন (বুখারী হা/৫৬৮৬; মুসলিম হা/৪৪৪৫)। 

যেহেতু ব্যাঙ খাওয়া যায়েজ নয়,তাই ব্যাঙের প্রসাব ও নাপাক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Robiul-PVZ

Call


ডাঙ্গায় অবস্থানকারী ব্যাঙের পেশাব নাপাক। আর পানিতে অবস্থানকারী ব্যাঙের পেশাব পাক। (সূত্র- ইমদাদুল ফাতাওয়া)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ