মাঠে যে সরাসরি খেলা হয়,আর সেটা টিভির মধ্যে সরাসরি দেখায় তার মধ্যে কতো সেকেন্ড সময় পার্থক্য হয়।।  দয়া করে কেউ জানলে একটু বলবেন প্লিজ 


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

সব চ্যানেলে সমান ব্যবধান হয় না। 

কখনো কখনো একটি চ্যানেলের সৌজন্যে

আরেকটি চ্যানেল খেলাটি সম্প্রচার করে। 

যেমন গাজী টিভি, BTV চ্যানেল

গুলোতে দেখানো LIVE খেলা গুলো

স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা গুলোর ব্যবধান

প্রায় নেই বললেই চলে। অর্থাৎ স্টেডিয়াম ও

টিভিতে একই সাথে দেখানো হয়। 

কিছু কিছু চ্যানেল আছে যে যেমন : বিশ্বকাপে

Star Spots 1, আইপিএল খেলায় ESPEN, Sony Max

চ্যানেল গুলোতে স্টেডিয়াম অপেক্ষা প্রায় ৩০/৪০ 

সেকেন্ড স্লো অর্থাৎ স্টেডিয়ামে/BTC/GTV চ্যানেলে

 ম্যাচের প্রথম বল যদি অনুষ্ঠিত হয় ৮:৩০:০০ সময়ে,

তাহলে উক্ত চ্যানেল গুলোতে প্রথম বলটি

অনুষ্ঠিত হবে ৮:৩০:৪০/৫০ সময়ে। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ